গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF) হচ্ছে জলবায়ু পরিবর্তনের বহুমুখী চ্যালেঞ্জগুলো মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা প্রদানের জন্য ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC) এর আওতায় গঠিত একটি বৈশ্বিক জলবায়ু তহবিল। ইতোপূর্বে কনভেনশনের আর্থিক ব্যবস্থার অংশ হিসেবে কানকুন চুক্তির অধীনে ২০১০ সালে ১৬তম কনফারেন্স অব পার্টিজ (COP16)-এ তহবিলটি গঠিত হয়েছিল। তহবিলটির লক্ষ্য হলো কনভেনশনের নীতিমালা ও বিধিমালা দ্বারা পরিচালিত হওয়ার মাধ্যমে সংকট নিরসন ও অভিযোজন কার্যক্রমগুলোতে সমপরিমাণ অর্থ বরাদ্দ করা।
২০১৪ সালে প্রাথমিকভাবে অর্থ সংগ্রহের কাজ শুরু করা হয় এবং তহবিলটি দ্রুতই ১০.৩ বিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের প্রতিশ্রুতি পায়। কনভেশনের পক্ষ হিসেবে রয়েছে এমন উন্নত দেশগুলো থেকে প্রাপ্ত অনুদানই হলো GCF এর জন্য অর্থায়নের প্রাথমিক উৎস। কিছু কিছু উন্নয়নশীল দেশ, অঞ্চল ও শহরের পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন ব্যবসায় প্রতিষ্ঠান ও মানবকল্যাণ সংস্থা থেকেও তহবিল গ্রহণ করা হয়েছে।
GCF এর কার্যক্রম দেশের মালিকানা নীতির নিরিখে উন্নয়নশীল দেশগুলোর অগ্রাধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তহবিলটিতে সরাসরি অভিগম্যতা পদ্ধতি প্রতিষ্ঠা করা হয়েছে যাতে জাতীয় ও অধি-জাতীয় সংস্থাগুলো কেবলমাত্র আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মুখাপেক্ষী না হয়ে বরং সরাসরি তহবিল গ্রহণ করতে পারে।
GCF এর সাথে সম্পৃক্ত হওয়ার উপায় সম্পর্কে আরও জানুন:
- বিনিয়োগের ফ্রেমওয়ার্ক
- প্রস্তুতি সহায়তা কর্মসূচি
- স্বীকৃতি প্রাপ্তির প্রক্রিয়া
- প্রকল্প প্রস্তুতির সুবিধা
- প্রকল্প প্রস্তাবনায় অর্থায়ন
GCF সম্পর্কিত সকল ডকুমেন্টের বিস্তারিত তালিকার জন্য অনুগ্রহপূর্বক এখানে যান।