Skip to content

এনডিএ সম্পর্কে

২০১৪ সালের নভেম্বরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের অধীনে থাকা অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) গ্রীন ক্লাইমেট ফান্ড (GCF)-এর জাতীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ (NDA) হিসেবে মনোনীত হয়।

NDA বাংলাদেশ এবং গ্রীন ক্লাইমেট ফান্ড (GCF)-এর মধ্যেকার যোগাযোগের মূল ইন্টারফেস এবং কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে থাকে। GCF সমর্থিত কার্যক্রমগুলো যাতে জাতীয় কৌশলগত লক্ষ্যসমূহের ও অগ্রাধিকারসমূহের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এবং অগ্রসর উচ্চাভিলাষী পদক্ষেপসমূহ যেন দেশের প্রয়োজনের সাথে সংগতি রেখে বাস্তবায়ন করা হয় এবং সংকটগুলো নিরসন করা হয় NDA তা নিশ্চিত করার চেষ্টা করে।

NDA-এর মূল কার্যক্রম ও দায়িত্বসমূহ হচ্ছে:

  • বাংলাদেশে ফান্ডের কার্যক্রমগুলোর বিশদ কৌশলগত তত্ত্বাবধান- যার মধ্যে রয়েছে জলবায়ু কৌশলাদি এবং নীতিমালার পাশাপাশি জাতীয় টেকসই উন্নয়নের লক্ষ্য এবং কাঠামোসমূহ, যেমন, ন্যাশনাল এডাপ্টেশন প্রোগ্রামস অফ একশন (NAPA), ন্যাশনালি এপ্রোপ্রিয়েট মিটিগেশন একশনস (NAMAs), ন্যাশনাল এডাপ্টেশন প্ল্যানস (NAPAs) ইত্যাদির সাথে সামঞ্জস্যতা নিশ্চিত করা। তহবিলের প্রস্তুতি প্রোগ্রাম এই ধরনের কৌশলগত কাঠামোসমূহের উন্নয়ন বা সেগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে সহায়তা প্রদানের এবং তহবিলের সাথে কার্যক্রম চালানোর জন্য কৌশলগত অগ্রাধিকারগুলোকে চিহ্নিত করতে বিভিন্ন আভ্যন্তরীণ প্রোগ্রামগুলোর বিকাশের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের সক্ষমতা রাখে।

  • প্রাসঙ্গিক সাধারণ, ব্যক্তিমালিকানাধীন এবং বেসরকারী সামাজিক অংশীদারদের সাথে আলোচনার মাধ্যমে তহবিলের অর্থায়নের ক্ষেত্রে যেসকল খাতকে অগ্রাধিকার দেয়া উচিত সেগুলো চিহ্নিত করা। অংশীদারদের মধ্যে রয়েছে জাতীয় এবং আধা-জাতীয় পর্যায়ের অন্যান্য সংশ্লিষ্ট সরকারী প্রতিষ্ঠানসমূহ; নাগরিক সমাজ; প্রকল্প বাস্তবায়নকারী; বেসরকারী খাতে কর্মরত ব্যক্তি/প্রতিষ্ঠান; আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং ঝুঁকিপূর্ণ গোষ্ঠী, নারী এবং আদিবাসী গোষ্ঠী সহ বিভিন্ন সম্প্রদায়সমূহ, যাদের উপর এই তহবিলের কার্যক্রম প্রভাব ফেলবে। NDA-গুলো এবং অন্যান্য মুখ্য কার্যক্রম পরিচালনাকারীকে তাদের দেশের প্রোগ্রামসমূহের জন্য প্রস্তুতির অংশ হিসেবে এসব অংশীদারদের সাথে আলোচনা করতে উৎসাহিত করা হচ্ছে।

  • সরাসরি অভিগম্যতার” অংশ হিসেবে তহবিলের স্বীকৃতি পেতে বিভিন্ন প্রতিষ্ঠানে (আধা-জাতীয়, জাতীয় বা আঞ্চলিক, সাধারণ ও ব্যক্তিমালিকানাধীন) মনোনয়নের পত্রটি প্রেরণ করা-NDA-এর একটি প্রধান দায়িত্ব হচ্ছে দেশের সম্ভাব্য সাধারণ, ব্যক্তিমালিকানাধীন এবং বেসরকারী প্রতিষ্ঠানসমূহের সাথে সংযুক্ত হওয়া এবং তহবিলের স্বীকৃতি পাওয়ার জন্যে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে মনোনীত করা। সরাসরি অভিগম্যতার প্রণালীতে স্বীকৃতিপ্রাপ্তির অভিপ্রায়ে এই সকল প্রতিষ্ঠানের পাঠানো পত্রের সাথে NDA এর দেওয়া মনোনয়ন পত্রটি সংযুক্ত থাকতে হবে। সম্ভাব্য NIE-গুলোর মনোনয়ন প্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে দয়া করে এখানে ক্লিক করুন।

  • তহবিলে পাঠানো অর্থায়নের প্রস্তাবনাগুলোর ক্ষেত্রে অনাপত্তি কর্মপদ্ধতির প্রয়োগ ঘটানো, যার ফলে অর্থায়নের প্রস্তাবনাগুলোর পক্ষে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতীয় পরিকল্পনাগুলোর এবং অগ্রাধিকারসমূহের সাথে সঙ্গতিপূর্ণ থাকাটা নিশ্চিত করা যায়- GCFকে তহবিলের স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠানের পাঠানো অর্থায়নের প্রস্তাবনার পাশাপাশি NDA-এর পক্ষ থেকে একটি অনাপত্তি পত্র পাঠানো হয়ে থাকে। যদি অনাপত্তি পত্র ব্যতীত কোন প্রস্তাবনা পাঠানো হয়, তাহলে GCF তা NDA বা অন্য কোন কেন্দ্রীয় প্রতিষ্ঠানকে জানাবে এবং যদি জানানোর পরবর্তী ৩০ দিনের মধ্যে অনাপত্তিপত্রটি পাঠানো হয় তাহলেই কেবল প্রস্তাবনাটি GCF এর বোর্ড সমীপে উত্থাপন করবে। অন্যথায়, প্রস্তাবনাটি বাতিল করে দেয়া হবে এবং তা স্বীকৃত প্রতিষ্ঠানটিকে জানানো হবে। অর্থায়ন প্রস্তাবনাগুলোর ক্ষেত্রে অনাপত্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে, দয়া করে এখানে যান।

  • দেশটিতে প্রস্তুতি প্রক্রিয়ার সূচনা করা এবং প্রাথমিক অর্থ সাহায্য প্রদানের ক্ষেত্রে নেতৃত্ব প্রদান- আন্তর্জাতিক, আঞ্চলিক, জাতীয় এবং আধা-জাতীয়, সাধারণ, ব্যক্তিমালিকানাধীন বা বেসরকারী প্রতিষ্ঠানসমূহ, যারা প্রস্তুতি কার্যক্রমগুলোর সাথে পরিচিত, এমন সকল প্রতিষ্ঠানকে সেবাপ্রদানে অংশীদার হিসেবে অর্থায়নের মাধ্যমে NDA সরাসরিভাবে উপকৃত হতে পারে। তহবিল নিজেও সম্ভাবনাময় আধা-জাতীয় বা আঞ্চলিক প্রতিষ্ঠানগুলো, যেগুলো তহবিলের স্বীকৃতি পেতে আগ্রহী তাদেরকে স্বীকৃতিপ্রাপ্তির লক্ষ্যে আবেদন করার জন্য প্রস্তুত করে তুলতে এবং স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে প্রকল্প এবং কর্মসূচীর মধ্যে সংযোগ উন্নয়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক এবং প্রাথমিক সহায়তা প্রদান করতে পারে।
তৈরির সময়