GCF তার তহবিল থেকে করা অর্থায়নকে বেগবান করার জন্যে বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে কাজ করে থাকে। বিশেষায়িত সামর্থ্য সম্পন্ন প্রতিষ্ঠানগুলো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হওয়ার জন্য আবেদন করতে পারে। জলবায়ু পরিবর্তন সম্পর্কে সুস্পষ্ট, বিস্তারিত এবং বাস্তবায়নযোগ্য প্রকল্প বা কর্মসূচী রয়েছে, এমন যেকোনো ব্যক্তিমালিকানাধীন, সাধারণ, বেসরকারী, স্থানীয়, আঞ্চলিক বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে পারে। পাশাপাশি তাদেরকে অবশ্যই অর্থনৈতিক মাপকাঠি, পরিবেশ ও সামাজিক সুরক্ষা এবং জেন্ডারের উপর ভিত্তি করে গঠিত GCF মানদণ্ডগুলোও পূরণ করতে হবে।
অভিগম্যতার প্রকারভেদের উপর ভিত্তি করে দুই ধরনের GCF স্বীকৃত প্রতিষ্ঠান রয়েছে: সরাসরি অভিগম্যতা প্রাপ্ত প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক অভিগম্যতা প্রাপ্ত প্রতিষ্ঠান।
সরাসরি অভিগম্যতা প্রাপ্ত প্রতিষ্ঠান বা জাতীয়ভাবে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান(NIE)-সমূহ স্থানীয় বা জাতীয় প্রতিষ্ঠান, যেগুলোকে উন্নয়নশীল দেশটির জাতীয়ভাবে স্বীকৃত কর্তৃপক্ষ (NDA)-গুলো থেকে বা কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে মনোনয়ন পেতে হয়। মনোনীত প্রতিষ্ঠানগুলো GCF প্রস্তুতি সহায়তা পাওয়ার যোগ্য হতে পারে- যা আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃত প্রতিষ্ঠান হওয়ার জন্যে প্রস্তুত করার এবং সেইসাথে যে সকল প্রতিষ্ঠান ইতোমধ্যে স্বীকৃতি পেয়েছে, তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে সাহায্য করার লক্ষ্যে গঠিত একটি তহবিল।
যে কোন স্থানীয়, জাতীয়, আঞ্চলিক, সাধারণ বা ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান NIE হিসেবে স্বীকৃতিপ্রাপ্তির জন্য আবেদন করতে পারে, যদি তারা নিচের শর্তগুলো পূরণ করে:
- আইনী মর্যাদাঃ বাংলাদেশের আইনানুযায়ী প্রতিষ্ঠিত হতে হবে।
- প্রাতিষ্ঠানিক কাঠামোঃ সুসংগত নীতিমালা, কার্যপ্রণালী এবং নির্দেশনাসমূহ থাকতে হবে।
- পূর্ব ইতিহাসঃ প্রতিষ্ঠানটি যে উপরে উল্লেখিত নীতিমালা, কার্যপ্রণালী এবং নির্দেশনাসমূহ মেনে কার্যক্রম পরিচালনা করেছে তা প্রদর্শন করতে হবে।
বাংলাদেশের জাতীয়ভাবে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান(NIE)-গুলোর একটি তালিকা পেতে এখানে ক্লিক করুন।
আন্তর্জাতিকভাবে অভিগম্যতা প্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ বা বহুপাক্ষিক বাস্তবায়নকারী প্রতিষ্ঠান (MIE)-গুলোর মধ্যে রয়েছে জাতিসংঘের এজেন্সিগুলোর, বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকসমূহের এবং জাতীয় প্রতিষ্ঠানগুলো। সীমান্ত এলাকাগুলোতে এবং ধারণাগতভাবে সংশ্লিষ্ট এলাকাগুলোর একাধিক জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের মত ব্যাপক সক্ষমতা এবং দক্ষতা এই প্রতিষ্ঠানগুলোর রয়েছে বলে GCF মনে করে থাকে। আন্তর্জাতিকভাবে অভিগম্যতা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর উন্নয়নশীল দেশটির NDA গুলোর/কেন্দ্রীয় প্রতিষ্ঠানসমূহ থেকে মনোনয়ন প্রাপ্তির প্রয়োজন পড়ে না।
বাংলাদেশে কার্যরত বহুপাক্ষিক বাস্তবায়নকারী প্রতিষ্ঠান (MIE)-গুলোর একটি তালিকা পেতে এখানে ক্লিক করুন।
যে প্রতিষ্ঠানগুলো স্বীকৃতিপ্রাপ্ত নয়, সেগুলো নিম্নে বর্ণিত উপায়ে তহবিলের কর্মকাণ্ডের সাথে সংযুক্ত হতে পারে:
- একটি স্বীকৃতিপ্তাপ্ত প্রতিষ্ঠানের সাথে অংশীদার হওয়ার মাধ্যমে বা সেটার মাধ্যমে অনুমোদনপ্রাপ্ত GCF-এর কোন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে।
- ইতোমধ্যে স্বীকৃতিপ্রাপ্ত কোন প্রতিষ্ঠানের সাথে প্রকল্পগুলোতে যৌথভাবে অর্থায়নের মাধ্যমে।
- প্রস্তুতি সম্পন্নকারী অংশীদারদের একজন হিসেবে কাজ করার মাধ্যমে, যদি কিনা প্রতিষ্ঠানটি প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সেগুলোর সাথে সংশ্লিষ্ট দক্ষতা, অভিজ্ঞতা এবং সক্ষমতা প্রদর্শন করতে পারে।